অদ্য ০৯/১১/২০১৯ ঘূর্নিঝড় বুলবুল মোকাবেলায় বিআইডব্লিউটিএ করনীয় বিষয়ে প্রধান দপ্তরে চেয়ারম্যান মহোদয়ের সভাপত্বিতে সভা অনুস্ঠিত হয়। সভায় সকল শাখা দপ্তর কে দূর্যোগ মোকাবেলায় করনীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
সকল কর্মকর্তা কর্মচারীর উপস্হিতি নিশ্চিতকরন।
উদ্বারকারী জলযান সমুহকে প্রয়োজনীয় জনবল রশদ নিয়ে প্রস্তুত থাকা।
জলযান সমুহকে নিরাপদ,স্হানে সরিয়ে নেয়া।
টার্মিনাল সমুহকে বিদ্যুত ব্যবস্হা নিশ্চিতকরন।
দূর্যোগ পরবর্তী জনসাধারনকে আশ্রয়ের ব্যবস্হাকরন।